রোহিঙ্গাদের ভাসানচরে যেতে বিরোধিতা অযৌক্তিক : কাদের

ডেস্ক নিউজ: | ০৩:০৬ মিঃ, ডিসেম্বর ২৯, ২০২০



বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজার থেকে ভাসানচরের স্থানান্তরের ক্ষেত্রে কয়েকটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতাকে অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মিয়ানমারের প্রত্যার্বাসন বিলম্বিত হওয়ায় সরকার ভাসানচরে অধিকতর সুযোগ সুবিধা দিয়ে রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে।  যারা ইতিমধ্যে ভাসানচরে গিয়েছে, তারা আনন্দ উল্লাস-স্বস্তি প্রকাশ করলেও কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাসানচরে জোরপূর্বক স্থানান্তরের কথা প্রচার করছে।  যা আদৌ সত্য নয়।’

‘যারা স্বেচ্ছায় যেতে চেয়েছে কেবলমাত্র তাদেরই স্থানান্তর করা হচ্ছে।  কোনো ধরনের চাপ প্রয়োগ করে নয়। আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে। আশ্বাসের বাণী শোনানো ছাড়া দৃশ‌্যমান আর কি হয়েছে? এখনও মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে কার্যকর কোনো চাপ প্রয়োগ করা যায়নি। এই বাস্তবায়তায় রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরের আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক।

বাংলাদেশ আলাপ-আলোচনার মাধ‌্যমে যেকোনো সমস‌্যা সমাধানের বিশ্বাস করে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সম্প্রদায়সমূহকে রোহিঙ্গ নাগরিকদের প্রত‌্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি কার্যকর কৌশলের জন‌্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি।পর্যটন এলাকা কক্সবাজারে বিপুলসংখ‌্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর উপস্থিতির নেতিবাচক প্রভাব তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘টেকনাফ ও উখিয়া উপজেলায় কয়েকটি ক‌্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে।  আমাদের দেশের প্রায় সাড়ে ৪ লাখ লোক এই দুই উপজেলার বাসিন্দা। কিন্তু এর ওপর আরও ১২ লাখ লোক সেখানে স্রোতের মতো এসে আশ্রয় নিয়েছে।  এত বড়সংখ‌্যক জনগোষ্ঠীর ভরনপোষন বাংলাদেমের অর্থনীতির ওপর নিসন্দেহে চাপ প্রয়োগ করে।  ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশও প্রতিবেশ।

‘ধারণক্ষমতার কম জায়গায় অধিকসংখ্যক মানুষ বসবাস করায় হুমকির মুখে পড়েছে সামাজিক পরিবেশ ও ভারসাম্য।  দেখা দিয়েছে মানবিক ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত ঘিরে পর্যটন শিল্পের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।’ সরকার করোনার টিকা সংগ্রহে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারিতে টিকা দেশে এসে পৌঁছবে বলে আমরা আশা করছি। টিকা সংগ্রহ এবং ব্যবস্থাপনার বিষয়টি সুচারুভাবে সম্পন্ন করতে নেওয়া হচ্ছে পূর্বপ্রস্তুতি।  এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে এবং দেশবাসীকে অবহিত করছে।’

টিকা নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘একটি মহল সরকারের যেকোনো ভালো উদ্যোগের অহেতুক সমালোচনায় সক্রিয়। টিকা এখনো আসেইনি, তার মধ্যেই স্বার্থন্বেষীমহল বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে সেই মতলবি মহল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশবাসীকে এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি সবাইকে স্বাস্থ‌্যবিধি মেনে সতর্ক থাকতে এবং মাস্ক পড়ার আহ্বান জানান। 

‘সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি শক্তির কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে’-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে, কারা ক্ষমতায় যেতে বিদেশি দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে।  কারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি সংস্থার কাছে প্রকাশ্য দিবালোকে নৈতিক সাহায্য প্রার্থনা করে।  জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে নালিশ দেয়।  স্বাধীন দেশে একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার জন‌্য এবং নির্লজ্জ বিদেশনির্ভরতা অত‌্যন্ত ন‌্যাক্কারজনক।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এসেছে, দেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনা সরকারের কাছে নিজ অস্তিত্বের মতো। ক্ষমতার জন্য বিএনপিই জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে,আওয়ামী লীগ নয়। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15652 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৪:০৮ মিঃ, জুলাই ৮, ২০২১

করোনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু বাড়ছে

০৩:৪৮ মিঃ, জানুয়ারি ২৩, ২০২৩

তুরস্কে ভোট ১৪ মে, জানালেন এরদোয়ান

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh