ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৩ ২০২৪,

এখন সময়: ০১:১৬ মিঃ

নিরাপদ খাদ্য ও পুষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

ডেস্ক নিউজ: | ০৩:৫৩ মিঃ, ডিসেম্বর ২৭, ২০২০



প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পুষ্টি সংবেদনশীল কৃষিনীতি ও কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের মানুষ সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করে তিনি বলেন, পুষ্টি বিষয়ে সকল জনগণ বিশেষ করে তরুনরা সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে। কারণ দেশের মোট জনসংখ্যার বিরাট একটি অংশ বয়সে তরুণ।

তরুণ জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরো বলেন, পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, পুষ্টিসম্মত জীবনযাপন অনুশীলন ও কর্মসূচীতে তরুণদেরকে সম্পৃক্ত করা গেলে পুষ্টিসমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব হবে। ড. আব্দুর রাজ্জাক শনিবার বিড ফাউন্ডেশন, গেইন, আইসিটি বিভাগ ও নিউট্রিশন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০’র উদ্ভোধনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ‘তরুণদের নেতৃত্বে পুষ্টি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে উপজীব্য করে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০২০। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রিফন্তেইন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক আরশাদ আলী, বিড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ উদ্দিন আকবর ও গেইনের কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মন্ডল। সচেতনতার পাশাপাশি স্বল্প বা কম আয়ের মানুষের আয়ের উপায় বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে টাকার অভাবে স্বল্প আয়ের বা প্রান্তিক গরীব মানুষেরা পর্যাপ্ত পুষ্টিকর খাবার ক্রয় করতে পারে না। সেজন্য তাদের আয়ের পথ প্রশস্ত করতে হবে এবং সামাজিক নিরাপত্তা বেস্টনীর কর্মসূচীকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষের জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাঁর দূরদর্শী নেতৃত্বে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15730 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh