ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪,

এখন সময়: ০৯:৩৯ মিঃ

টুইটারে নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ:  | ০৪:৪২ মিঃ, ডিসেম্বর ৫, ২০২০



মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারির পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিষিদ্ধ হতে পারেন। মাধ্যমটিতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই দাবী করেন টুইটারের এক মুখপাত্র।

করোনা ভাইরাসের মহামারি নিয়ে শুরু থেকেই নানা মিথ্যাচার করে আসছেন ট্রাম্প। টুইটারকে এসব মিথ্যাচার প্রচারের হাতিয়ার হিসেবেই বেছে নিয়েছেন তিনি। সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে কারচুপির অভিযোগ তুলে টুইটারে নানা মিথ্যা দাবি করে আসছেন। যদিও তার এই দাবিগুলো নির্বাচনী কর্মকর্তারা এবং বিচার বিভাগ প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্পের দাবিগুলো এতটাই ভিত্তিহীন ছিল যে, টুইটার কর্তৃপক্ষকে সত্যতা যাচাই করতে এবং নির্দিষ্ট টুইটের ওপর সতর্কতার লেবেল লাগাতে বাধ্য হতে হয়েছে। কিন্তু টুইটারের ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় পড়ায় এতোদিন ট্রাম্পের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি তারা।

জানা যায়, গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্টের বেশ কিছু টুইটে সতর্কতা চিহ্ন লাগিয়ে দিয়ে সেগুলো গোপন করে রাখে টুইটার কর্তৃপক্ষ। তার পরও থামছেন ট্রাম্প। তবে ২০ জানুয়ারির পর ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ পাচ্ছে টুইটার। কারণ তখন আর ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় পড়বেন না তিনি। একজন সাধারণ নাগরিকের মতোই তাকেও টুইটারের নীতিমালা মেনে চলতে হবে বলে জানান ওই মুখপাত্র।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15695 বার।




সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh