পুলওয়ামা হামলা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের মুখোশ খুলে গিয়েছে : মোদি

ডেস্ক নিউজ:  | ০৪:৪২ মিঃ, অক্টোবর ৩১, ২০২০



পুলওয়ামা হামলায় নিহত সৈনিকদের আত্নত্যাগ নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদের পাল্টা জবাব দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে বিরোধীরা অপমানজনক মন্তব্য করেছিল এবং সংশয় প্রকাশ করেছিল, তা কোনদিন ভুলবে না দেশবাসী৷

পুলওয়ামা হামলা পাকিস্তানের বড় সাফল্য বলে বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে স্বীকার করেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷ এর পরই বিজেপির তরফ থেকে দাবি করা হয়, পুলওয়ামা হামলায় ষড়যন্ত্রের অভিযোগ তোলার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত৷ এর জের ধরেই প্রধানমন্ত্রী এ দিন বলেন, 'প্রতিবেশী দেশে পুলওয়ামায় হামলা নিয়ে স্বীকারোক্তি সেই সমস্ত মানুষের মুখোশ খুলে দিয়েছে যারা এই ঘটনায় শহিদদের আত্নত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ আমি এই সমস্ত আক্রমণ সহ্য করেছিলাম কিন্তু শহিদ সেনাদের জন্য আমার মনে গভীর ক্ষত ছিল৷ আমি এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব, দেশের সুরক্ষা, নিরাপত্তাবাহিনীর মনোবলের কথা ভেবে দয়া করে এই ধরনের রাজনীতি করবেন না৷'

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের বৈচিত্রই আমাদের অস্তিত্বের মূল শক্তি৷ এই কারণেই আমরা অন্যদের থেকে এতখানি আলাদা৷ আমাদের মনে রাখতে হবে এই একতাই আমাদের শক্তি৷ যা সবসময় অন্যদের মাথায় ঘুরতে থাকে৷ তারা সবসময় এই বৈচিত্রকেই আমাদের দুর্বলতায় পরিণত করার চেষ্টা করছে৷ এই শক্তিগুলিকে চিনে নেওয়া দরকার৷' তিনি বলেন,শান্তি, সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাই প্রকৃত মানবিকতার পরিচয়৷ সন্ত্রাসবাদ কখনও কারও ভাল করতে পারে না৷

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন৷

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15754 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

০৪:০৫ মিঃ, জানুয়ারি ২, ২০২৩

শপথ নিয়ে লুলা বললেন ব্রাজিলকে বাঁচাবো

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh