ভারত-বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক: | ১০:২৬ মিঃ, মে ১০, ২০২৩



ভারতের কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশের সঙ্গে সবসময় মৈত্রীপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত। চেষ্টা করেও কেউ সেই সম্পর্ক ভাঙতে পারবে না। দেশের সীমান্ত রক্ষার কর্তব্যে অবিচল থাকার জন্য বিএসএফের ভূয়সী প্রশংসা করেন তিনি। মঙ্গলবার বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তের এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন তিনি। অমিত শাহ সীমান্ত সুরক্ষা ও প্রযুক্তির উন্নতিতে একাধিক কার্যকরি পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি সেখানে বিএসএফ ও স্থলবন্দর কর্তৃপক্ষের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে পেট্রাপোল থানা, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও কার্গো গেটের ভিত্তি প্রস্তুর। এই নতুন গেট তৈরি হলে আমদানি-রপ্তানিতে গতিশীলতা বাড়বে। অমিত শাহ'র আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় ভারতীয় বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই ও ডগ স্কোয়ার্ড বাহিনীও রাখা হয়। পরিচয়পত্র ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

অমিত শাহর আগমন উপলক্ষে এ দু’দিন পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে ভারতের কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে নামেন অমিত শাহ। তারপরে সড়ক পথে পেট্রাপোল বন্দরে আসেন। বন্দরের বিভিন্ন এলাকা ঘুরেঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবন ও নবনির্মিত প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেটের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, এই নতুন গেট তৈরি হলে আমদানি-রপ্তানিতে গতিশীলতা বাড়বে। কার্গো গেটের উদ্বোধন শেষে একটি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকালে পেট্রাপোল বন্দরের অনুষ্ঠান শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 140 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh