আইওআরএ’কে পরিবেশ বান্ধব অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ: | ০৩:২২ মিঃ, নভেম্বর ১৮, ২০২১



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আইওআরএ সদস্য দেশগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আইওআরএ সদস্য দেশগুলোকে সবুজ অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’ রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে অনুষ্ঠিত আইওআরএ’র সদস্যভূক্ত ১২টি দেশের প্রতিনিধি দলের বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন। ইন্ডিয়ান ওশান রিম আসোসিয়েশন (আইওআরএ) এর পরবর্তী সভাপতি দেশ হিসেবে বাংলাদেশ আজ ঢাকায় ২১তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টার্স (সিওএম) বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা নীল অর্থনীতির উনয়নের জন্য আইওআরএ দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

শেখ হাসিনা আইওআরএ দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপরও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের আন্তঃ-আঞ্চলিক বিনিয়োগ খুব একটা বেশি নয়। আইওআরএ’র সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।’ আইওআরএ’র ২১তম কাউন্সিল অফ মিনিস্টারস বৈঠকে যোগ দিতে বাংলাদেশে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আপনারা এমন এক সময়ে এই দেশে এসেছেন যখন আমরা সারা বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। এই সফর জন্মশতবার্ষিকী উদযাপনকে আরো মহিমান্বিত করেছে।’

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তারা সফলভাবে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রনে এনেছেন। তিনি বলেন, কোভিড -১৯ মহামারী মোকাবেলায় তাঁর সরকারের গৃহীত ব্যবস্থার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এখনও শক্তিশালী রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির চেষ্টা করছি। শেখ হাসিনা বলেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তৃতায় প্রতিনিধি দলের প্রত্যেক সদস্য কোভিড-১৯ মহামারী সফলভাবে নিয়ন্ত্রণে রাখায় শেখ হাসিনার ভূমিকা এবং কপ২৬ সম্মেলনে তার বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 468 বার।




সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh