ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪,

এখন সময়: ১২:৫০ মিঃ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং

ডেস্ক নিউজ : | ০৮:৫৫ মিঃ, মে ১১, ২০২০



ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১০ মে) রাতে বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম।

ভারতের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রোববার রাতে বুকে ব্যথা অনুভব করেন মনমোহন সিং। পরে স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এআইআইএমএস)-এ ভর্তি করা হয় দুই বারের প্রধানমন্ত্রীকে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৮৭ বছর বয়েসি মনমোহন সিং হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়নি। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নিতিশ নায়েকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এর আগে গত মার্চে চলতি সংসদ অধিবেশন স্থগিত হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন এই প্রধানমন্ত্রী। সেসময় চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

এর আগে ১৯৯০ ও ২০০৯ সালে মনমোহন সিংয়ের দুই বার বাইপাস সার্জারি হয়েছিলো। এছাড়া ডায়াবেটিস রোগেও ভুগছেন তিনি।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15888 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh