সোমবার লকডাউন সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীদের সঙ্গে সভা করবেন মোদী

ডেস্ক নিউজ : | ১১:৪২ মিঃ, এপ্রিল ২৬, ২০২০



লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার কমপক্ষে ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ এপ্রিল থেকে একাধিক ক্ষেত্রে নিয়ন্ত্রণে কিছুটা ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে কোন রাজ্যে কী প্রভাব পড়েছে, ৩ মে-র পর একবারে লকডাউন তুলে নেওয়া উচিত হবে নাকি ধাপে ধাপে, তা নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে।

এ ছাড়াও টেস্ট কিট এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা জানাবেন মুখ্যমন্ত্রীরা। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত আর্থিক প্যাকেজও দাবি করতে পারেন তাঁরা। এর আগেও এ নিয়ে একাধিক বার আলোচনা হয়েছে।

দিল্লি সূত্রে জানা গিয়েছে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যনমে আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিহার, ওড়িশা, গুজরাত, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ এবং কেন্দ্রশাসিত পুদুচ্চেরীর মুখ্যমন্ত্রী। উত্তর-পূর্ব থেকে থাকবেন মেঘালয় এবং মিজোরামের মুখ্যমন্ত্রীও। তবে এ বারের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন কি না, তা খনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি।

লকডাউন জারি হওয়ার আগে সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে ২০ মার্চ প্রথম বৈঠকটি করেন প্রধানমন্ত্রী। কী ভাবে করোনাভাইরাসের মোকাবিলা করা যায়, চিকিৎসা পরিকাঠামোয় কী বদল আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল সে বার। দ্বিতীয় বৈঠকটি হয় ২ এপ্রিল। তাতে অংশ নেন ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী। গত ১১ এপ্রিল ১৩ জন মুখ্যমন্ত্রীকে নিয়ে তৃতীয় বৈঠকটি হয়। সে বার লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন সকলে।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 15876 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh