ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪,

এখন সময়: ১১:৫৯ মিঃ

মোদির ঢাকা সফর: জয়শঙ্করের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক নিউজ: | ০৪:৫১ মিঃ, ফেব্রুয়ারি ২২, ২০২০



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান। শুক্রবার নয়াদিল্লিতে জয়শঙ্করের কার্যালয়ে এই আলোচনা হয়।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন নরেন্দ্র মোদি। ১৭ মার্চ এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বৈশ্বিক নেতা আখ্যা দিয়ে বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে ভারতীয়রা তাকে স্মরণ করে। দুই প্রতিবেশী দেশের চমত্কার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সময় বিশেষ গুরুত্ব দেয়।

সাক্ষাতকালে হাই কমিশনার ইমরান করোনাভাইরাস বিস্তারের কারণে চীনের উহানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের শুভেচ্ছা বার্তা জয়শঙ্করকে পৌঁছে দেন। ভারতে দায়িত্ব পালনকালে মুহাম্মদ ইমরানকে সব ধরনের সহযোগিতা দেয়ার বিষয়ে আশ্বস্ত করেন জয়শঙ্কর। অন্যদিকে দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেন জানান হাই কমিশনার ইমরান।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কীর অনুষ্ঠানে যোগ দেবেন। এ উদ্দেশ্যে ১৬ মার্চ তিনি ঢাকায় আসবেন। তার এই সফরের আগে ১ ও ২ মার্চ ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি নরেন্দ্র মোদির সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। 

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16002 বার।




সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh