ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪,

এখন সময়: ১২:৪৮ মিঃ

এরশাদের মরদেহ রংপুরে

ডেস্ক নিউজ | ০২:০৩ মিঃ, জুলাই ১৬, ২০১৯



চতুর্থ জানাজা ও এলাকাবাসীকে একনজর দেখাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরে নেওয়া হয়েছে। তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি ১১টা ৫০ মিনিটে রংপুর ক্যান্টনমেন্টে অবতরণ করে। পরে ১২টা ১৫ মিনিটে রংপুর ক্যান্টমেন্টে থেকে কালেক্টরেট মাঠে এরশাদের মরদেহ নেওয়া হয়। এরশাদের জানাজায় অংশ নিতে তার ভক্ত, সমর্থক, নেতাকর্মীরা আসছেন ঈদগাহ মাঠে।

মঙ্গলবার (১৬ জুলাই)  বাদ জোহর এরশাদের জানাজা হওয়ার কথা রয়েছে। এজন্য সকাল ৯টা থেকে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তারা জানান, রংপুরের পাশের জেলাগুলো থেকে একযোগে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রওয়ানা হয়েছেন অনেকে।

গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এরশাদকে দেখতে আসা মানুষ বুকে কালো ব্যাজ ধারণ করে জানাজা মাঠে উপস্থিত হয়েছেন।

মাঠের প্রস্তুতি হিসেবে দেখা যায়, ঈদগাহের ইমামের জায়গার সামনে এরশাদের মরদেহ রাখার জন্য একটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। টেবিলের পশ্চিম পাশের একটি গলির মতো করা হয়েছে। এই গলির একদিকে প্রবেশ করে মরদেহ একনজর দেখে আরেক দিক দিয়ে বের হয়ে যাবেন সাধারণ মানুষ।

মাঠ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ঈদগাহ মাঠে মোট ৬০ থেকে ৭০ হাজার লোক একসাথে জানাজায় অংশ নিতে পারবে। বাকী লোকের মধ্যে পাশেই ক্রিকেট গার্ডেনে ৮০ হাজার লোক এবং পুলিশ লাইন্স মাঠে আরও ৮০ হাজার লোকের ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়া রংপুর সরকারি কলেজের সামনের ফাঁকা জায়গায় আরও ২০ হাজার লোকসহ আশেপাশের সড়কগুলোতে অন্তত আরও ৫০ হাজার লোক একসাথে জানাজায় অংশ নিতে পারবেন।

এদিকে মঙ্গলবারও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, এরশাদকে রংপুরে মাটি না দেওয়ার সিদ্ধান্তকারীদের আজীবনের জন্য বয়কট করা হোক। কোনোভাবেই আজ এরশাদের মরদেহ নিয়ে যেতে দেওয়া হবে না।

অন্যদিকে নেতাকর্মীদের যেকোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানাজা স্থল ও তার আশেপাশের সব জায়গাতে পুলিশ মোতায়েন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রশিদুল হক বলেন, যেকোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ। পুরো শহরে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও পাঁচশ পুলিশ সদস্য।

মন্তব্যঃ সংবাদটি পঠিত হয়েছেঃ 16110 বার।





এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

বিএসএমএমইউ-তে চিকিৎসার ব্যাপারে আরও সময় চান খালেদা এরা কী আন্দোলন করবেন, সবাই তো মঞ্চে ঘুমাচ্ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চান ড. কামাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার হাজার মামলার কারণ জানতে চেয়ে রিট গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী ১০ জেলায় নতুন ডিসি ধানের শীষ জনগণের কাছে বিষ : কাদের মংলা-বুড়িমারী বন্দরে শতভাগ দুর্নীতি : টিআইবি আসন বাড়লেও কমেছে এমবিবিএস ভর্তিচ্ছুর সংখ্যা! পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি বিএনপি পার্টিটাই ভুয়া : কাদের ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই’ ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত বেড়ে ২৪
Designed & Developed by TechSolutions Bangladesh